Maintain Update: 29 Sep 2024

প্রতি মাসের মত এবারেও আজ থেকে আমাদের Monthly Report and Payment এর Maintain Update শুরু হচ্ছে। যেভাবে আমাদের আপডেট সময়টা ভালোভাবে কাজ করে যাবেন তা নিয়ে কিছু গুরুত্বপূর্ন তথ্য দিচ্ছি।

⚡শিট বা কাজ গায়েবঃ যেহেতু সকল কাজ আমাদের মূল সার্ভারে আপডেট করা হচ্ছে তাই মাঝে মাঝে দেখবেন শিট একটিভ নেই। অথবা আগের করা কোনো কাজ আর শীটে নেই। এমন হলে ভাববেন কাজ গুলো আমাদের মূল সার্ভারে নেওয়া হচ্ছে। রানিং অবস্থায় যদি দেখেন শীটে অস্বাভাবিক কিছু হচ্ছে তবে কাজ বন্ধ রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এছাড়া কাজগুলো আলাদা রঙ করে চিহ্ন করে রাখলে সেগুলোর কালার পরিবর্তন করবেন না।

⚡মেইল সংকটঃ এই সময়ে আমাদের ইররেগুলার সাপোর্ট বন্ধ থাকে। এই সময় মেইল সংকট এড়াতে আগে থেকেই পর্যাপ্ত মেইল স্টোক রাখবেন। যদি মনে হয় পর্যাপ্ত মেইল স্টোক নেই তবে কাজ বন্ধ রাখতে চেষ্টা করবেন।

⚡কাজের সংকটঃ যেহেতু প্রায় সকল ক্লাইন্টসের রিপোর্ট করা হয়। তাই তাদের থেকে পাওয়া নতুন আপডেটের টার্গেটের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। নতুন টার্গেট আসার আগে পর্যন্ত নতুন কাজ বন্ধ থাকে সাথে পুরাতন কাজগুলোও বন্ধ করে দিতে হয়। তাই এই সময় কাজ কিছুটা কম থাকে। তবে তা ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে যায়।

এডমিন সাপোর্টঃ এই সময় আমাদের এডমিন প্যানেল রিপোর্ট আর পেমেন্টের জন্য ব্যস্ত থাকে। যার ফলে আমাদের সাথে যোগাযোগ করা হলেও আমরা ঠিকমত সাহায্য করতে পারি না। তবে আমাদের নতুন এডমিন নিয়োগ করা হচ্ছে আশাকরি এই সমস্যা থেকে খুব তারাতারি আমরা বের হয়ে আসবো।

রিপোর্টঃ ক্লাইন্টসকে যে রিপোর্ট করা হয় তার একটা কপি আমাদের সিজনের পেজে আপডেট করা হয়। তাই আপনার রিপোর্টের জন্য আমাদের Season পেজটি ফলো করুন।

⚡পেমেন্টঃ আমাদের মান্থলি পেমেন্ট ৭-১০ তারিখ। আমরা সর্বদা চেষ্টা করি দ্রুত পেমেন্ট করতে। আমাদের সেপ্টেম্বর ২০২৪ সিজনের পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম দেওয়া হয়েছে যদি ফিলাপ করে না থাকেন তবে ফিলাপ করে নিন। এখানে কিল্ক করুন। ফর্মে যাদের নাম পাওয়া যাবে না তাদের পেমেন্ট করা হবে না।

যেকোনো সমস্যায় যোগাযোগ করুনঃ 👤 এডমিন

আমাদের সাথে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

4 thoughts on “Maintain Update: 29 Sep 2024”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top