IPv2
Lunching on June 20, 2024
মেম্বারদের কাজের সুবিধার জন্য প্রতিমাসেই আমরা এমন সব ইমার্জেন্সি মেইল দিয়ে থাকি যাতে যে সময় আমাদের রেগুলার মেইল স্টোক থাকবে না। অথবা ভালো মানের রেগুলার মেইল পাওয়া যাবে না ওই সময় যেন কাজ বন্ধ না থাকে এজন্য স্পেশালভাবে চেক করে মেইল দেওয়া হয় যাতে অল্প সময়েই এক্সেস পাওয়া যায় এবং কাজ করা যায়।
🙋♂️মেইলের এক্সেস কিভাবে পাওয়া যাবে?
📣জিমেইলের শীটে IPv2 নামের ট্যাবে মেইল দেওয়া হবে। উপরে দেখবেন Email, Password, New Password, Recovery, Company1, Company2, Comments ইত্যাদি লেখা আছে। Email, Password, Recovery দিয়েই মেইল লগিন করতে পারবেন।
🙋♂️কি কি পরিবর্তন করে কাজ করা যাবে?
📣উপরে দেখবেন Email, Password, New Password, Recovery, Company1, Company2, Comments ইত্যাদি লেখা আছে। শুধুমাত্র New Password দিয়ে মেইলের পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন। যদি প্রয়োজন হয় তবে Name পরিবর্তন করবেন, শীটে আগে থেকে নেম না থাকলে অবশ্যই নাম বসিয়ে দিবেন। তাছাড়া আর কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই।
🙋♂️কম্পানির নাম কি করবো?
📣উপরে দেখবেন Email, Password, New Password, Recovery, Company1, Company2, Comments ইত্যাদি লেখা আছে। সেখানে কম্পানি নাম ১,২,৩ যতই থাকুক আপনি যে কম্পানিতে কাজ করবেন সে কম্পানির নাম উপরের ফাকা কলামে লিখে দিবেন। ধরেন, কম্পানি ১ এ আগে থেকেই নাম আছে তবে কম্পানি ২ এ আপনার কাজের কম্পানির নাম লিখে দিবেন। আর যদি ১ এ কম্পানি নাম না থাকে তবে ১ এই নাম দিবেন। এছাড়া ১,২,৩ ফিল করা থাকলে আপনি পরের কলামকে ৩ভেবে সেখানে নাম দিবেন।
🙋♂️যদি মেইল নষ্ট বের হয় কি করবো?
📣সকল মেইল ভালোভাবে চেক করে দেওয়া হয়। তবুও যদি কোনো মেইল নষ্ট বের হয় তবে সেটা লাল ব্যাকগ্রাউন্ড কালার করে Comments বরার মেইলের কি সমস্যা সেটা দিবেন।
🙋♂️কোন সময় এগুলো দিয়ে কাজ করবো?
📣মেইল গুলো ইমার্জেন্সি হিসেবে দেওয়া হয়। ইমার্জেন্সি প্রয়োজনে ব্যবহার করবেন। ধরেন, আপনার কোনো কারনে রেগুলার স্টোক শেষ হয়ে গেছে তখন এগুলো দিয়ে কাজ করবেন।
🙋♂️ব্যবহারের কোনো সময়-সীমা আছে?
📣মেইল গুলো ইমার্জেন্সি হিসেবে দেওয়া হয়। ইমার্জেন্সি প্রয়োজনে ব্যবহার করবেন। যদি এই মেইল গুলোর কোনো প্রয়োজন না হয়। তবে মেইল দেওয়ার ১০দিন পর থেকে সাধারন ভাবে ব্যবহার করবেন। এছাড়া এরকম মেইল যখন আবার দিবো তার আগেই জানিয়ে দিবো তখন আপনার রেগুলার মেইল স্টোক করে এগুলো দিয়ে কাজ করে মেইল শেষ করে নিবেন।
Admin Panel:
Sumon Mia
Pocket Money
NICE💕💕💕