ফেইক ইউজার রেজিস্ট্রার বন্ধ করতে নতুন আপডেট।

     আমাদের ওয়েবসাইটে কিছুদিন থেকে অনেক বেশি একাউন্ট খোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে এসব একাউন্ট ব্লাকলিংক ট্রাফিকের জন্য বট/অটোমেটিক স্ক্রিপ্ট দিয়ে খোলা হচ্ছে। কিছুদিন আগে আমাদের ওয়েবসাইটে একাউন্ট করার জন্য বেশ কিছু নিয়ম আপডেট করা হয়েছে। কিন্তু তবুও ইউজার রেজিস্ট্রেশন আটকানো যাচ্ছে না। তারপর জিমেইল ভেরিফিকেশন লিংক ছাড়া একাউন্ট এপ্রুভ বন্ধ করে রাখা হয়েছে। তবুও একই অবস্থা। এক প্রকার উপায় না পেয়ে আমরা আমাদের ওয়েবসাইটে গুগল ক্যাপসার মাধ্যমে স্প্যাম চেকার সেটাপ করলাম। যার ফলে এখন প্রতিবার লগিন/রেজিস্ট্রেশন করার সময় গুগল ক্যাপসা ভার্সন ২.০ তে হিউম্যান টেস্ট দিতে হবে। অন্যথায় কেউ ওয়েবসাইটে লগিন এবং রেজিস্ট্রেশন করতে পারবে না।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top