Announcement: 29 Sep 2024

আমাদের সেপ্টেম্বর ২০২৪ সিজনের শেষ প্রান্তে আমরা। নতুন সিজনের কাজ শুরু করা হচ্ছে। আশা করি আমাদের সাথেই থাকবেন।

রিপোর্টঃ আমাদের কাজের সকল রিপোর্ট সেপ্টেম্বর ২০২৪ সিজনের পেজে পেয়ে যাবেন। শুধুমাত্র লাইভ/শো হওয়া কাজ গুলোর রিপোর্টে পাবেন। পেন্ডিং কাজগুলো দেখতে সার্ভার থেকে রানিং কাজের শীট দেখুন। আশাকরি আপনারা সেখানে নজর রাখবেন। আগামি মাসের ৬-৭তারিখ পর্যন্ত আমাদের রিপোর্টগুলো আপডেট করা হবে। ধৈর্য ধরে অপেক্ষা করবেন আমাদের টিম রিপোর্টের জন্য কাজ করছে। আমাদের এই সিজনের নিয়ম অনুযায়ী বায়ার/ক্লাইন্টসকে যে রিপোর্ট জমা দেওয়া হয় তার সাথে একটা কপি সেপ্টেম্বর ২০২৪ সিজনের পেজে আপডেট করা হবে। সকল রিপোর্ট করা শেষ হলে একটা Appended শীট দেওয়া হবে যাতে সবার কতগুলো লাইভ আছে তা সহজে দেখতে পারবেন।

পেমেন্টঃ আমাদের সেপ্টেম্বর ২০২৪ সিজনের পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম দেওয়া হয়েছে যদি ফিলাপ করে না থাকেন তবে ফিলাপ করে নিন। এখানে কিল্ক করুন। আগামি ৭থেকে ১০ তারিখের মধ্যে আপনাদের সকল পেমেন্ট আপনাদের Withdraw নম্বরে দেওয়া হবে। ফর্ম ফিলাপ না করলে পেমেন্ট পাবেন না। আপাতত আমাদের পেমেন্ট মেথড বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংক, ইসলামি ব্যাংক চালু রয়েছে। পেমেন্টের সময় আপনাদের পুরাতন এডভান্সড কেটে নেওয়া হবে। এছাড়া আমাদের চ্যারিটি ফান্ডের জন্য আপনাদের মোট আয় থেকে ২০ টাকা করে কেটে নেওয়া হবে। যদি ফান্ড ডোনেট করতে না চান তবে অবশ্যই জানাবেন। আপনার টাকা আপনি ডোনেট না করলে আমাদের জোড় নেই।

⚡জিমেইলঃ আমাদের এই এক সপ্তাহ এডমিন প্যানেল অনেক ব্যস্ত থাকবে তাই টাইম টু টাইম আপনারা মেইল নাও পেতে পারেন। তবে আপনাদের স্টোক রাখা মেইল আপনারা ব্যবহার করুন। এছাড়া পুরাতন/আগের জিমেইলগুলো রিইউজ করতে পারেন। এই সপ্তাহে কোনো ইররেগুলার মেইল সাপোর্ট দেওয়া হবে না। এর পরেও মেইল না থাকলে কাজ বন্ধ রাখার জন্য অনুরুধ করছি।

⚡কাজঃ আমাদের এই এক সপ্তাহ এডমিন প্যানেল অনেক ব্যস্ত থাকবে তাই এ সময়টা সব কাজ রানিং থাকবে না। যার ফলে আপনারা কম কাজ পাবেন। আশাকরি ধৈর্য ধরে আমাদের এই ব্যস্ত সময়টা পার করার সুযোগ দিবেন। আমাদের পর্যাপ্ত কাজ আছে। কিন্তু রিপোর্ট, পেমেন্ট ছাড়াতো আর নতুন কাজ সেটাপ করা যায় না। তাই এই ব্যাপারে আপনারা নিজেরা বিবেচনা করে কাজ চাইবেন।

নতুন সিজনঃ Oct24 সিজন শুরু হয়েছে। সিগররই সকল সেটাপ, শীট, পেজ, পোষ্ট আসবে। আশাকরি নতুন সিজনে আপনাদের পাশে পাবো।

মেম্বার এডঃ যেহেতু আমাদের কাজ আগের অবস্থায় ফিরে আসছে। তাই আমরা পূনরায় নতুন মেম্বারযুক্ত করবো। সর্বদা বলে থাকি সৎ চরিত্রবান পরিচিতদের টিমে যুক্ত করার জন্য। আগের মত বোনাস সহ নতুন মেম্বার যুক্ত করার আগে কয়েক মাস নিজের হয়ে কাজ করিয়ে নিবেন। আপনি কাজ শেখাবেন চাইলে সেটার জন্য আপনি তার থেকে একটা ফি নিতে পারেন। এ ব্যপারে আমাদের কিছু বলার নেই। আমাদের Free Training থেকে কোর্স করিয়ে নিবেন। তাহলে বাড়তি ঝামেলা হবে না। কারন আমাদের সকল কাজ গুছানো।

কাজ বাদ দেওয়াঃ আপনি চাইলেই যেকোনো সময় আমাদের কাজ থেকে চলে যেতে পারেন। তবে সিজন শেষে কাজ বন্ধ করে উক্ত সিজনের পেমেন্ট নিয়ে চলে যাওয়ায় ভালো। এছাড়া সর্বদা আমাদের সাপোর্ট আপনার সাথে থাকবে।

যেকোনো সমস্যায় যোগাযোগ করুনঃ 👤 এডমিন

আমাদের সাথে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

4 thoughts on “Announcement: 29 Sep 2024”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top